Terms & Conditions

আমাদের সেল করা প্রতিটি ডোমেইন আমাদের কোম্পানীর নামে রেজিষ্টার করা হয়ে থাকে। আমরা শুধুমাত্র সি-প্যানেল একসেস দিয়ে থাকি। তবে EPP CODE দিয়ে দেয়া হয়, তারমানে আপনি যেকোন সময় আপনার ডোমেইন যেকোন জায়গায় ট্রান্সফার করার পূর্ণ ক্ষমতা রাখেন, আমাদেরকে জিজ্ঞাস করারও প্রয়োজন নেই।

আপনি যদি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য পেমেন্ট করার পরপরই রিফান্ড আবেদন করেন, আমরা অবশ্যই তা পূর্ণ রিফান্ড করে দিতে প্রস্তুত আছি ততক্ষণ পর্যন্ত যতক্ষন না পর্যন্ত আমরা আপনার ডোমেইন / হোস্টিং পারচেজ না করি।

যদি আমরা তা পারচেজ করি তবে কোন ক্রমেই আপনি রিফান্ড পাবেন না।

আপনি যখন কোন প্ল্যান পারচেজ করবেন তার ১ বছর পর রিনিউ করার সময় আপনাকে আমাদের ওয়েবসাইটে আপনার প্ল্যানটি চেক করতে হবে। বর্তমান মূল্যের সমপরিমাণ টাকা পরিশোধ করতে হবে। সেটা কম অথবা বেশি হতে পারে।

যেকোন সময় মূল্য পরিবর্তন করার সময় অধিকার রাখে ithostbd24.com

টাকা কোন নাম্বারে পাঠাবেন

আমাদের এই প্রতিষ্ঠানের যেকোন প্ল্যান পারচেজ করার সময় শুধু মাত্র এই বিকাশ 01712-681898  ও  নগদ 01712-681898 নাম্বারে পেমেন্ট গ্রহণ করে থাকি। তাই অন্যকোন নাম্বারে পেমেন্ট করা থেকে বিরত থাকুন ও কোন ভুল তখন গ্রহণযোগ্য হবে না।

যেকোন পরামর্শ ও সহযোগীতা পেতে কল করুন: 01712-681898, 01812-681898

Scroll to Top

Contact Us for Any Query